এবারের বিপিএলে হাঁটুর চোটে ঠিকমতো বোলিংই করতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। সেই তিনি এবার ঢাকা প্রিমিয়ার লীগে প্রথম ম্যাচ খেলতে নেমেই পেলেন ৫ উইকেট।
আজ বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৮ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান খরচায় ৫ উইকেট নেন মাশরাফি। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসা এই অভিজ্ঞ পেসার। প্রীতম কুমারকে দিয়ে শুরু করা লিজেন্ডস অফ রুপগঞ্জের এই পেসার এরপর একে একে ফেরান সাব্বির হোসেন, ফয়সাল আহমেদ, মঈন খান ও মাহফুজ রাব্বিকে। মাশরাফির তাণ্ডবে ১৩৬ রানেই গুটিয়ে যায় গাজী।
মন্তব্য