পুলিশ এসল্ট মামলায় মৌলভীবাজারে ৩৯ বিএনপি নেতাকর্মী কারাগারে

নন্দিত সিলেট :  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির ৩৯ নেতাকর্মীকে পুলিশ এসল্ট মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৯ এপ্রিল) মৌলভীবাজার চীফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক এ জে আল মাসুদ তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। আদালত সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া পৌরসভার সামনে মানববন্ধন করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। রাতে কুলাউড়া থানার উপপুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ৫১ বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। পরে তারা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক ওয়াদুল হাসান ও কৃষ্ণ দেবনাথের যৌথ বেঞ্চ তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। সোমবার মৌলভীবাজার চীফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক এ জে আল মাসুদ ৫১ জনের মধ্যে ৩৯ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেন। আটক নেতাকর্মীদের মধ্যে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, একাংশের সাধারণ সম্পাদক রেদওয়ান খান, পৌর বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল, অন্য অংশের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মলাই, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুরমান আহমদ সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছেন। বাদী পক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আবেদ রাজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।