মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক শিশু। সোমবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের সুলতান পুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুড়াকান্দা গ্রামের চান মিয়ার কন্যা শিশু অঞ্জনা আক্তার (৭) ও একই থানাধিন বাহেরবালি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে তানিয়া আক্তার (৭)। নিহত দুই শিশু পরিবারের সাথে সুলতানপুর এলাকায় শামীম মিয়ার কলোনিতে বসবাস করতো। নিহতরা শহরের শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় আয়েশা আক্তার (৮) নামে আরেক শিশু আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পুকুর পাড়ে তানিয়া, অঞ্জনা ও আয়েশা খেলা করছিলেন। এসময় তারা পানিতে গোসলের জন্য নামলে সেখানে ডুবে যায়। পরে আব্দুর রহমান নামের এক যুবক আয়েশাকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাকে উদ্ধার করলে সে জানায় আরো ২জন পানিতে ডুবে আছে। পরে খোঁজাখুঁজি করে তানিয়া ও অঞ্জনাকেও উদ্ধার করা হয়। পরে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।