কমলগঞ্জে বন্যার পানিতে ডুবে নিখোঁজ তিনজনের মৃত্যু, লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার পানিতে ডুবে নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ জুন) দুপুরে উপজেলার নয়াগাও ও শিংলাউড়ি গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের বাসিন্দা সাত্তার মিয়া (৫৫) ও তার ছেলে করিম মিয়া (২৪) এবং শমশেরনগর ইউনিয়নের শিংড়াউলি গ্রামের জামাল মিয়া (৪০)। জামাল মিয়া শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। জানা যায়, শুক্রবার (১৫ জুন) রাতে বাড়ির পাশ থেকে সাত্তার মিয়া ও তার ছেলে আব্দুল করিম ঢলের পানিতে ডুবে নিখোঁজ হন। পরে দুপুরে উপজেলার নয়াগাও এলাকার আনুশাহের মাজারের পাশ থেকে বাবা-ছেলের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। একইভাবে শনিবার সকালে ধলাই নদের ঢলের পানিতে নিখোঁজ হন প্রতিবন্ধী জামাল মিয়া। পরে দুপুরে উপজেলার শিংলাউড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনি রাণী দাস বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগে কুলাউড়া ও রাজনগরে বন্যার পানিতে ডুবে দুই শিশু মারা যায়। এরফলে এ পর্যন্ত বন্যায় মৌলভীবাজারে নিহতের সংখ্যা পাঁচজন দাঁড়ালো। এছাড়া কুলাউড়া ও কমলগঞ্জে শিশুসহ আরও পাঁচজন নিখোঁজ রয়েছে বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে। তবে তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।