শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির ‘কালনাগিনী’ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিপন্ন প্রজাতির কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধুর বাসা থেকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে (সিতেশ বাবুর চিড়িয়াখানা) নিয়ে আসা হয়। বিকেলে সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব। নির্বিষ কালনাগিনী শান্ত প্রকৃতির সাপ। এরা দিবাচর অর্থাৎ দিনে চলাফেরা করে। এর ইংরেজি নাম Golden Tree Snake এবং বৈজ্ঞানিক নাম Chrysopelea ornata। এ সাপটি বিপন্ন প্রজাতির।