মহাজোটের ২৯ আসন ছাড়া জাপার সব প্রার্থীকে সরে দাঁড়ানোর নির্দেশ

নন্দিত সিলেট :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের বাইরে জাতীয় পার্টির সব প্রার্থীকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি নিজেও ঢাকা-১৭ আসনে চিত্রনায়ক ফারুককে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। বৃহস্পতিবার বিকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন এরশাদ। জাপা চেয়ারম্যান বলেন, মহাজোট মনোনীত যে সব প্রার্থী আছে তারা ছাড়া অন্যদের সরে যেতে হবে। মহাজোটকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, এবারের নির্বাচনে মহাজোটই জিতবে। কারণ বিএনপির অতীত ইতিহাস ভালো না। আর মহাজোট সরকার উন্নয়নের রোল মডেল। এরশাদ বলেন, আমরা শরীরটা ভালো না। আমার বোন শেখ হাসিনা জন্যই আমি দেশে ফিরে এসেছি। আমি ঢাকা-১৭ আসনটি ছেড়ে দিয়েছি। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুককে সমর্থন দিয়েছি। তিনি বলেন, ভোটের যে পরিবেশ বজায় রয়েছে তাতে আমরা খুশি। আশা করছি একটি সুষ্ঠু নির্বাচন হবে। রংপুরের একটি আসনে নিজের প্রার্থিতা বিষয়ে এরশাদ বলেন, আমি এতদিন রংপুরে যেতে পারিনি। এবার যাব। রংপুরের মানুষ আমার জন্য অপেক্ষা করছে। আশা করি রংপুরবাসী এবারও এই আসনটি মহাজোটকে উপহার দেবে। উল্লেখ্য, এবারের নির্বাচনে মহাজোট থেকে ২৯টি আসন পেয়েছে জাতীয় পার্টি। এর বাইরে আলাদাভাবে আরও ১৪০টি আসনে উন্মুক্ত প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি। জোটের পক্ষ থেকে বলা হয়েছিল- বিএনপি নির্বাচন থেকে সরে গিয়ে যেন বিনা প্রতিদ্বন্দীতার নির্বাচনের অভিযোগ তুলতে না পারে, সে কারণেই এই ব্যবস্থা।