ধানের শীষের প্রত্যেক প্রার্থী মামলা করবেন:ফখরুল

নন্দিত ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) ট্রাইব্যুনালে ধানের শীষের প্রার্থীরা মামলা করবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সারা দেশের ধানের শীষের প্রার্থীদের সাথে বৈঠক করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে নিষ্ঠুর প্রতারণা, প্রহসন জনগণের সঙ্গে করা হয়েছে সেজন্য আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, আমাদের প্রার্থীদের ভোট প্রত্যাখ্যান করার যে সিদ্ধান্ত নিয়েছি তার একটি স্মারকলিপি নিয়ে আমরা ইসিতে যাচ্ছি। আমরা ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ এবং যারা প্রার্থী ছিলাম তারা নির্বাচন কমিশনে যাচ্ছি তার কাছে এটা হস্তান্তর করবো। এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করছি। এখন ১৫ সদস্যের প্রতিনিধি দল ইসিতে স্মারকলিপি দিতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে প্রত্যেক প্রার্থী তাদের অভিযোগ গুলো এবং নির্বাচন যে প্রত্যাখ্যান করেছেন তা জানিয়ে মামলা করবেন। সংসদ সদস্য হিসেবে ধানের শীষের নির্বাচিত প্রার্থীরা শপথ নিবেন না বলেও এসময় মির্জা ফখরুল নিশ্চিত করেন।