“ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ৩ দিন পর মিলল বাবার লাশ”

নন্দিত ডেস্ক:ঝালকাঠির নলছিটি উপজেলায় ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিন দিন পর বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম লিটন শিকদার (৩৬)। বুধবার সকাল ৮টার দিকে রাজাপুর উপজেলার বিষখালী নদীর পালটচর এলাকা থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়। লিটন শিকদার উপজেলার চাঁনপুরা গ্রামের আজিজ শিকদারের ছেলে। স্থানীয়রা জানান, জেলেরা সকাল ৮টার দিকে রাজাপুর উপজেলার বিষখালী নদীর পালটচরে লিটনের মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায়। স্বজনরা খবর পেয়ে সকাল ১০টার দিকে তার মরদেহ বাড়িতে নিয়ে যান। প্রসঙ্গত গত রোববার দুপুরে লিটন তার ছেলে রামিনকে (৬) সঙ্গে নিয়ে একটি নৌকায় বাড়ির কাছের বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান। বিকাল সাড়ে ৩টার দিকে মাঝ নদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন নদীতে পড়ে যায়। এ সময় ছেলেকে বাঁচাতে লিটন নদীতে ঝাঁপ দিয়ে নিজেই ডুবে যায়। এ ঘটনা দেখতে পেয়ে নদীতে মাছ ধরতে থাকা জেলেরা নৌকা নিয়ে রামিনকে উদ্ধার করে।