মিশরে ২ সপ্তাহের জন্য মসজিদ বন্ধ

আর্ন্তজাতিক ডেস্ক:করোনা আতঙ্কে দু’সপ্তাহের জন্য সব মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে মিশরে। এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির ধর্ম বিষয়ক কর্তৃপক্ষ একই সঙ্গে সব চার্চ ও দলগত প্রার্থনা বন্ধ করে দিয়েছে। এ খবর দিয়ে অনলাইন সৌদি গেজেট বলছে, এই নিষেধাজ্ঞা দু’সপ্তাহের জন্য বলবৎ থাকবে। মিশরের ধর্মীয় বিষয়ে অনুমোদন দেয়া বা সারাদেশে মসজিদ ও কপ্টিক অর্থোডক্স চার্চের বিষয় দেখাশোনা করে এমন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে এ বিষয়ক মন্ত্রণালয় বলেছে, শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে কপ্টিক অর্থোডক্স চার্চ বলেছে, তারা সব চার্চ বন্ধ করে দিয়েছে। স্থগিত করা হয়েছে প্রথাগত সার্ভিস, গণসমায়েত ও কর্মকান্ড।