মিয়ানমারে করোনায় প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:প্রতিবেশী মিয়ানমারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন মারা গেছেন। মৃত ব্যক্তির বয়স ৬৯ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন। মঙ্গলবার রাজধানী ইয়াঙ্গুনে মারা যান তিনি। অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিতে চেয়েছিলেন তিনি। পরে দেশে ফেরার পথে সিঙ্গাপুরে থামেন। এসব কথা বলা হয়েছে মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এতে আরো বলা হয়েছে, সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। মিয়ানমারে করোনা আক্রান্তের খবর প্রত্যাখ্যান করার কয়েক সপ্তাহ পর ওই ব্যক্তি মারা গেলেন। করোনা আক্রান্তের খবরের সরকারের এক মুখপাত্র দাবি করেছিলেন, তাদের জনগণের জীবনধারা ও খাদ্যাভ্যাস তাদেরকে করোনার মতো রোগ থেকে সুরক্ষিত রেখেছে। কিন্তু তাদের এমন বক্তব্যের বিষয়ে সন্দেহ পোষণ করেন বিশেষজ্ঞরা। সরকারি হিসেবে সেখানে বর্তমানে করোনায় আক্রান্ত ১৪ জন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।