গোয়াইনঘাটে পাঁচ ডাকাত গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে পৃথক অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আলীরগাঁও ইউনিয়নের হাতির পাড়া গ্রামের হেলাল উদ্দিনের পুত্র মো. রাহিম আহমদ (২০), ফয়েজ উল্লাহ'র পুত্র সোহেল আহমদ (১৯), ইসমাইল আলীর পুত্র শাহীন আহমদ (১৮), পার্শ্ববর্তী রাউত গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র আনোয়ার হোসেন (২৯) ও বশির উদ্দিনের পুত্র আফজল হোসেন(২৮)। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) আকিজ ফুড এন্ড বেভারেজ এর পরিবেশক হিসেবে জাফলং বাজারের দু'জন ব্যবসায়ী গাড়িতে করে বিভিন্ন বাজারে পণ্যসামগ্রী দোকানে দোকানে নিয়ে সরবরাহ করেন। বিক্রিত পণ্যের টাকা সংগ্রহ করে ফেরার পথে জাফলং চা-বাগান (লাল গাং) এলাকায় ৫/৬ জনের ডাকাত দল ছুরি দিয়ে আঘাত করে ব্যবসায়ীদের আহত করে তাদের সঙ্গে থাকা নগদ লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায়। পরে গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নজরুল ইসলাম, থানার ওসি মো. আব্দুল আহাদ ও ওসি (তদন্ত) হিল্লোল রায়ের সার্বিক তত্ত্বাবধানে এসআই যীশু দত্ত, আবুল হোসেন, মতিউর রহমান, মাসুম আহমদ, এএসআই রুহুল আমিন, রাজিব রায়, সালাহউদ্দিন ও মশিউরসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করেন ও ব্যবসায়ীদের টাকা উদ্ধার করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ৫ ডাকাত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বিষয়টি অবহিত করলে তিনি আমাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তাঁর নির্দেশনার আলোকে সার্কেল স্যারের তত্ত্বাবধানে টিম গোয়াইনঘাটের সাঁড়াশি অভিযানে ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।