ছাত্রলীগ নেতাসহ ৪শিক্ষার্থী কুয়েটে আজীবন নিষিদ্ধ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৪ ছাত্রকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। 

যাদের আজীবন বহিষ্কার করা হয়েছে তারা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, একই বিভাগের রিয়াজ খান নিলয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাসান আব্দুল কাইয়ুম ও একই বিভাগের মোহাম্মদ কামরুজ্জামান।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিছুর রহমান ভূ্ঞা। তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট ৪৪ শিক্ষার্থীকে সাজা দেয়া হয়েছে। আজীবন বহিষ্কারের পাশাপাশি সাতজনকে ২ বছর ও একজনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া ২২ শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে তাদের শাস্তি আপতত স্থগিত থাকবে। ভবিষ্যতে তারা কোনো শৃঙ্খলা ভঙ্গ করলে এই শাস্তি কার্যকর হবে। ১০ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলেও জানান রেজিস্ট্রার আনিছুর রহমান ভূ্ঞা।