ময়মনসিংহের গফরগাঁওয়ে চালকল শ্রমিক লাল মিয়াকে (৩৮) অপহরণে জড়িত থাকার অভিযোগে অপহরণ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌরশহরের ষোলহাসিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে তাদের শনিবার সকালে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়। অপহৃত লাল মিয়া শেরপুর সদর থানার মধ্যবয়রা কানশাখোলা এলাকার অজিত উল্লাহ হকের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- গফরগাঁও পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের কামরুল ইসলামের ছেলে মবিন (২০), মৃত আ. মালেকের ছেলে এমদাদুল হক সরকার (২৩), আবুল কাশেমের ছেলে স্বপন মিয়া (৩০), হাফিজ উদ্দিন মোল্লার ছেলে আকিব (২২) ও জন্মেজয় গ্রামের মুর্শেদ উদ্দিনের ছেলে শান ওরফে ফুয়াদ (২০)।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই অপহরণকারী একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে আশিক ও তানজিরুল পালিয়ে যায়।
পুলিশ জানায়, কাজের সন্ধানে লাল মিয়া বৃহস্পতিবার পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ আসলে তার পূর্বপরিচিত আশিকের সঙ্গে দেখা হয়। আশিক তাকে কাজ দেওয়ার কথা বলে গফরগাঁও উপজেলার ষোলহাসিয়া গ্রামে নিয়ে আসে ও আটকে রেখে লাল মিয়ার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে লাল মিয়ার স্বজনরা এসে গফরগাঁও থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অপহরণ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে। এ সময় অপহৃত লাল মিয়াকে উদ্ধার করা হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, অপহৃত লাল মিয়াকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য