লিসবনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে  পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে লিসবনের স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ  পর্তুগালে অবস্থিত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন গুলো একে একে পুষ্পকস্তবক অর্পণ সহ ফুল দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে কভিড ১৯ এর কারণে দিবসটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত এবং সান্তামারিয়া জোন্তা দ্য ফ্রিগজিয়ার প্রেসিডেন্ট।
অনুষ্ঠানের শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ, বায়ান্নর ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি অতিথিদের সম্মানে সকালের নাস্তার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।