জঙ্গি অর্থায়নের দায়ে সিঙ্গাপুরে বাংলাদেশির ৩২ মাসের কারাদণ্ড

সিরিয়ায় জঙ্গিদের অর্থায়নের অভিযোগে বাংলাদেশি এক নির্মাণশ্রমিককে ২ বছর ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত।

আহমেদ ফয়সাল (২৭) নামের ওই ব্যক্তিকে সোমবার এই কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত।

আদালত রায়ে বলা হয়েছে, তার বিরুদ্ধে জঙ্গি অর্থায়নে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও ১০টি অভিযোগ এখনো বিবেচনাধীন।

মামলার কৌঁসুলি বলেন, সিঙ্গাপুরের অপরাধ আইনে কোনো অপরাধীর ক্ষেত্রে এটি এখনো পর্যন্ত সর্বোচ্চসংখ্যক অভিযোগ।

আদালত সূত্রে জানা গেছে, জিহাদের প্রস্তুতি হিসেবে ফয়সাল বেশ কিছু ছুরি কিনেছিলেন। তবে ওইসব অস্ত্র সিঙ্গাপুরে তিনি ব্যবহার করেননি।

আহমেদ ফয়সাল ২০২০ সালের অক্টোবর থেকে ১৫টি ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ৮৯২ ডলার সিরিয়ায় পাঠিয়েছেন। এসব অর্থ সিরিয়ার জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল-শামকে (এইচটিএস) পাঠিয়েছেন বলে ধারণা করছেন আদালত।

বর্তমানে সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল-শাম। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিব এখন এইচটিএসের দখলে।

সূত্র: এশিয়া নিউজ নেটওয়ার্ক