ফ্রান্স বাংলা দর্পনের সম্পাদকের সাথে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে প্যারিস থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোটাল এবং বাংলা মাসিক ফ্রান্স বাংলা দর্পনের সম্পাদক শামসুল ইসলামের লিসবন আগমন উপলক্ষে মঙ্গলবারে লিসবনের স্হানীয় একটি রেষ্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে ও কার্যকারি কমিটির নির্বাহী সদস্য রনি মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সহ সাধারণ সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম।

এ সময় উপস্থিত ছিলেন- পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি তারিকুল হাসান আশিক, শহীদ আহমেদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ, কোষাধক্ষ্য জাহিদ কায়সার, প্রচার সম্পাদক মোঃ এনামুল হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

সভায় শামসুল ইসলাম বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়ার গুরুত্ব ও অবদান অপরিসীম। প্রবাসে সাংবাদিকতা পক্ষপাতিত্বশূন্য, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব নিয়ে কথা বলেন।

সেই সাথে প্রবাসে সাংবাদিকতার নানা দিক তুলে ধরে বলেন, সাংবাদিকদের সংবাদ প্রকাশের মধ্য দিয়ে কমিউনিটিতে বাংলাদেশিদের মধ্যে সম্পর্ক তৈরির অধ্যায় রচিত হয়। সংবাদ প্রকাশের মধ্য দিয়ে কমিউনিটির অস্তিত্ব সৃষ্টি হয়।