কমলগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, বখাটে গ্রেফতার

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, বখাটে গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাজিম মিয়া নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভিকটিম ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় মামলার পর রাতে কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রাম থেকে অভিযুক্ত নাজিম মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার উত্তর তিলকপুর গ্রামের তালেব মিয়ার ছেলে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বখাটে নাজিম মিয়া ওই স্কুলছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। তাকে কুপ্রস্তাব দিতেন। মঙ্গলবার দুপুরে টিফিনের বিরতির সময় নাজিম বিদ্যালয় ভবনের দোতলায় উঠে শ্রেণি কক্ষের সামনে ওই ছাত্রীর হাতে ধরে টানাটানি করেন।

একপর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করলে তার চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে নাজিম পালিয়ে যান।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। রাতে পুলিশ উত্তর তিলকপুর গ্রাম থেকে বখাটে নাজিমকে গ্রেফতার করে।

এ ঘটনায় রাতেই ভিকটিম বখাটে যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেন। বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে নাজিমকে কারাগারে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।