কুলাউড়ায় তক্ষক উদ্ধার করে বনে অবমুক্ত করল পুলিশ

মৌলভীবাজারের কুলাউড়ায় বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার কালিটি চা বাগান থেকে তক্ষকটি উদ্ধার করে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে বনবিভাগের সহযোগিতায় তা বনে অবমুক্ত করে পুলিশ।


কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে জানান, বুধবার রাতে থানার এসআই আনোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ কালিটি চা বাগানের এক শ্রমিকের ঘর থেকে তক্ষকটি উদ্ধার করে। পরে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর বনবিভাগের হারারগজ আরএফ’র বেকী এলাকায় বিট কর্মকর্তা মো. আহমদ আলীর সহযোগিতায় তক্ষকটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।