যে কারণে ইসলামি বক্তার জিহ্বা কেটে দেন তারা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইসলামিক বক্তার জিহ্বা কেটে হত্যাচেষ্টা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

বুধবার (৮ মার্চ) দুপুরে র‍্যাব-৯ শহরের সরকার পাড়ায় নতুন ক্যাম্পে এক লিখিত প্রেস বিফ্রিংয়ে মাধ্যমে বিষয়টি জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাকির হোসেন জাক্কু (৪৮), মাহবুবুল আলম শিমুল (৩৩), সুমন (৩৫) ও মো. আমিরুল ইসলাম রিমন (২০)।

র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমনিুল হক বলেন, গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিজয়নগর উপজেলায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে আখাউড়া উপজেলার রামধননগর রেলক্রসিং এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে তার জিহ্বা কেটে দেয়।

তিনি আরও জানান, গায়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ইসলামী বক্তাকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করে একাধিক অভিযান পরিচালনা করা হয়। পরে মামলার এজাহারনামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তারা জানান, মাহফিলে বক্তার বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ কারণে অতর্কিত হামলা চালিয়ে বক্তার জিহ্বা কেটে নেয় তারা।