কাউন্সিলর আফতাবের ‘অস্ত্রের মহড়া’, গ্রেপ্তার ৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডের এক প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হুমকির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।আজ শনিবার (১০ জুন) ভোরে বিমানবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদীপ দাস।আটক তিনজন হলেন- আতিকুর রহমান, জুবের আহমদ ও নুরুজ্জামান। তারা তিনজনই নগরীর বনকলাপাড়া এলাকার বাসিন্দা এবং ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী।এর আগে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহ।লিখিত অভিযোগে সায়ীদ মো. আবদুল্লাহ জানান, গত ৬ জুন আনুমানিক সকাল ৬টার দিকে বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের নেতৃত্বে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাঁর বাসার গেটের সামনে দাঁড়ায়।তাঁকে প্রাণে মারার উদ্দেশ্যে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গালাগাল করে। প্রাণে হত্যার হুমকি দেয়। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁকে ও পরিবারের সদস্যদের প্রাণে হত্যা করবে। ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে।

লিখিত অভিযোগে সায়ীদ মো. আবদুল্লাহ আরো জানিয়েছেন, আফতাব ও তাঁর অনুসারীরা ওয়ার্ডের পাড়া-মহল্লায় বলে বেড়াচ্ছে, নির্বাচনের দিন তারা সব কেন্দ্র দখল করে রাখবে এবং কাউকে ভোট দিতে দেবে না। কেউ যদি ভোট দিতে যায়, তাহলে প্রাণে মেরে ফেলা হবে।সায়ীদ মো. আবদুল্লাহ রিটার্নিং অফিসারের কাছে আরো অভিযোগ করেন, ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে বন্দুক বের করে মোটরসাইকেলে মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা। এ ছাড়া তাঁর পোস্টার ছিঁড়ে ফেলা এবং মাইকিংয়ে বাধা দেওয়ার ঘটনাও ঘটছে। এমনকি তাঁর বিভিন্ন কর্মীর বাসাবাড়িতে সশস্ত্র অবস্থায় হুমকি দেওয়া  হচ্ছে।এদিকে আফতাব হোসেন খান ও তাঁর অনুসারীদের মোটরসাইকেল নিয়ে সায়ীদ মো. আবদুল্লাহর বাসার সামনে অস্ত্রসহ একটি মহড়ার দৃশ্যের ভিডিও ফুটেজ বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে মোটরসাইকেলে বসা তিন যুবকের মধ্যে মাঝখানে থাকা এক যুবকের হাতে বন্দুক দেখা গেছে। ফুটেছে মোটরসাইকেল মহড়া করতেও দেখা গেছে।