নাইজেরিয়ায় বরযাত্রীর নৌকা ডুবে মৃত ১০৩

আফ্রিকার দেশ নাইজেরিয়াতে নৌকা উল্টে অন্তত ১০৩ জন মারা গেছেন। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার কয়ারা নামক স্থানে। এছাড়া নৌকায় থাকা প্রায় ১০০ জনকে জীবিত উদ্ধারও করা হয়েছে। তাদের অনেককেই উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, মঙ্গলবারের দুর্ঘটনায় নৌকায় থাকা সবাই বরযাত্রীর দল ছিলেন। বিয়ে শেষে নদীপথে ফিরছিলেন তারা। এ খবর দিয়েছে এনডিটিভি।

খবরে জানানো হয়, দুর্ঘটনার একাধিক কারণ অনুমান করা হচ্ছে। যদিও অতিরিক্ত যাত্রী নেয়াকেই আসল কারণ মনে করা হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কয়ারা রাপাশের রাজ্য নাইজার থেকে যাত্রী বোঝাই নৌকাটি নদী পথে ফিরছিল। ফেরার সময় এতে ব্যাপক হইচই হচ্ছিল বলে জানা গেছে। কয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নৌকাডুবিতে ১০৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০০ জনকে। উদ্ধারকাজ এখনও চলছে। এক বিবৃতিতে রাজ্যের গভর্নরের অফিস বলেছে, নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। ওই নৌকাতে ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।