নামাজের তৃতীয় রাকাতে সন্দেহ হলে কি করবেন?

প্রশ্ন:নামাজের তৃতীয় রাকাতে শেষ রাকাত মনে করে বসে যাওয়ার পর মনে হলো এটা তৃতীয় রাকাত, তখন করণীয় কী?

উত্তর: চার রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতের পর ভুলে বসে গেলে, যদি অল্প সময় অর্থাৎ তিনবার সুবহানাল্লাহ বলার পরিমাণের চেয়ে কম সময় বসার পর দাঁড়িয়ে যায়, তাহলে যথা নিয়মে চতুর্থ রাকাত আদায় করলে সাহু সিজদা ছাড়াই নামাজ হয়ে যাবে। 

আর যদি বসাটা তিন তাসবিহ তথা তিনবার সুবহানাল্লাহ বলার পরিমাণ বিলম্ব হয় তাহলে দাঁড়িয়ে চতুর্থ রাকাত পূর্ণ করে শেষে সাহু সিজদা করলে নামাজ হয়ে হবে। 

সাহু সিজদা হলো- শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে ডান দিকে এক সালাম ফেরাবে। এরপর তাকবির বলে নামাজের মতো দুইটি সিজদা করে বসে যাবে এবং তাশাহহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফের

তথ্য সুত্র: আলমুহীতুল বুরহানী ২/১২৩; আদ্দুররুল মুখতার ১/৪৬৯; রদ্দুল মুহতার ১/৫০৬; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, ২৫৮