মৌলভীবাজারে ঠিকাদার হত্যা: দুই শ্রমিক গ্রেপ্তার

মৌলভীবাজারে ঠিকাদার সিরাজুল ইসলাম হত্যার ঘটনায় দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহাম্মদ হারুনূর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে মজুরি নিয়ে সিরাজুলের সঙ্গে শ্রমিক মুমিন, জাহিরসহ চারজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে মুমিন ও জাহিরসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন মিলে ওই ঠিকাদারকে জখম করে হত্যা করেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রাম থেকে ঠিকাদার সিরাজুলের মরদেহ উদ্ধার করা হয়।

পরে ভিকটিমের ছোট ভাই নুরুল ইসলাম হত্যার ঘটনায় থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযান চালিয়ে দুই শ্রমিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, লোহার রড, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।