জানাজার নামাজে কয়বার হাত উঠাতে হবে?

প্রশ্ন: জানাজার নামাজে গেলে দেখা যায়, কেউ কেউ জানাজার সব তাকবিরেই হাত উঠান। আবার অনেকে শুধু প্রথম তাকবিরেই হাত উঠানজানার বিষয় হল, জানাজার নামাজে সব তাকবিরের সময় হাত ওঠাবে, নাকি শুধু প্রথম তাকবিরের সময় হাত ওঠাব

উত্তর: জানাজার নামাজে শুধু প্রথম তাকবিরেই হাত ওঠাবে। বাকি তাকবিরগুলোতে হাত ওঠাবে না। 

ওলীদ ইবনে আবদুল্লাহ যুহরী (রাহ.) বলেন- আমি ইবরাহীম নাখায়ীকে (রাহ.) দেখেছি, তিনি যখন জানাজার নামাজ পড়তেন তখন চার তাকবির বলতেন। প্রথম তাকবিরে হাত ওঠাতেন। এ ছাড়া বাকি তাকবিরগুলোতে হাত ওঠাতেন না


সূত্র: কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনা ১/২৩৩; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৫০৪, আলমাবসূত, সারাখসী ২/৬৪; বাদায়েউস সানায়ে ২/৫৩; ফাতাওয়া খানিয়া ১/১৯২; শরহুল মুনইয়াহ, পৃ. ৫৮৮।