আমরা ইরানে আক্রমণ চালাচ্ছি: নেতানিয়াহু

খবরে জানানো হয়, রাজধানী তেল আবিবে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন নেতানিয়াহু। তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে, ইসরাইল কেনো ইরানের প্রক্সি বাহিনীগুলোর ওপরই হামলা চালাচ্ছে, কেনো সরাসরি ইরানে হামলা হচ্ছে না? এর উত্তরে নেতানিয়াহু বলেন, কে বলেছে আমরা ইরানে আক্রমণ চালাইনি! আমরা হামলা চালাচ্ছি। 

ইসরাইলের দাবি, গত ৭ই অক্টোবর হামাসের হামলার পেছনে রয়েছে ইরান। ওই হামলায় ১২০০ ইসরাইলি নিহত হয়েছে এবং শত শত মানুষকে অপহরণ করা হয়েছে। ইসরাইলের পালটা হামলায় প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যদিও ইসরাইলের দাবি, তারা ইরানপন্থি বাহিনী হামাসকে নির্মূলেই এই অভিযান চালাচ্ছে। 

নেতানিয়াহুর অভিযোগ, ইরান অর্থ, প্রশিক্ষণ, অস্ত্র ও প্রযুক্তি দিয়ে হামাসকে শক্তিশালী করে তুলছে। ইরান এসবের পেছনে রয়েছে, আমরা ইরানের সঙ্গে যুদ্ধে আছি। যদিও ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরাইলের এসব অভিযোগ রাজনৈতিক।