৬ দিনের সফরে নির্বাচনী এলাকায় শিক্ষামন্ত্রী

নন্দিত সিলেট ডেস্ক :৬ দিনের সরকারী সফরে নিজ নির্বাচনী এলাকা বিয়ানীবাজার-গোলাপগঞ্জে এসে পৌছেছেন স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি। মঙ্গলবার রাতে তিনি ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। এসময় শিক্ষামন্ত্রীকে সিলেটের উচ্চ পদস্থ কর্মকর্তারা স্বাগত জানান। ৬ দিনের এ সফরে শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তি প্রস্তর স্থাপন এর পাশাপাশি জনসাধারণের সাথে মতবিনিময় ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সফরসূচির মধ্যে রয়েছে, বুধবার সকাল সাড়ে ৯টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা, সানকপুর-দড়া রাস্থার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, এরপর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসুস্থ কবির আহমদ মুশন ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাষ্টার গৌছ উদ্দিনকে দেখতে তাদের বাসভবনে গমন, সকাল সাড়ে ১০ টায় পূর্বরেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান, দুপুর ২ টা ৩০ মিনিটে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গনে বিদ্যালয়ের এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগদান, এরপর বিকেলে বিয়ানীবাজার উপজেলার উদ্দেশ্যে যাত্রা। পরদিন ৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় চন্দগ্রাম-নিদনপুর গোপাট রাস্থায় লোলা নদীর উপর নির্মিত সেতুর শুভ উদ্বোধন, সকাল ১১টায় মুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন, বিকাল ৩টায় পৌরশহরের ঐতিহ্যবাহী পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে মাহা-বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান ও পুরষ্কার বিতরণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন শিক্ষামন্ত্রী নাহিদ। ৬ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে বেলা ২:৩০ মিনিটে উপজেলার সালেশ^র উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও উর্দ্ধমূখী সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিকাল ৪টায় আরএইচডি দক্ষিণ চরিয়া রাস্থা পাকাকরণ কাজের উদ্বোধন, বিকাল ৫টায় দুবাগ এফডব্লিউসি (নয়া দুবাগ) রাস্থা পাঁকাকরণ কাজের শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এর পরদিন ৭ এপ্রিল শনিবার বিয়ানীবাজার থেকে সকাল ৯টায় গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিবেন শিক্ষামন্ত্রী নাহিদ। সেখানে সকাল ১০টায় সালাম মকবুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সকাল সাড়ে ১১টায় হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন শিক্ষামন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২ টায় বাঘা গৌরাবাড়ি পশ্চিমগাও রাস্থার মেরামত কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে বেলা ১টায় বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অসুস্থ সরফ উদ্দিনকে দেখতে তার বাসভবনে যাবেন। দুপুর ২টায় দক্ষিণ বাঘা তুড়–গাও রাস্থার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে বিকেল ৩টায় বাঘা বড়তলা মাঠে পূর্ব বাঘা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরদিন ৮ এপ্রিল রোববার ভোরে তিনি বিমান যোগে ঢাকা ফিরে যাবেন।