বিশ্বনাথে ব্যবসায়ী হত্যায় ইউপি সদস্যা মা ও ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে ব্যবসায়ী তাজ উদ্দিনের ‘হত্যাকারী’ সুমন আহমদকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। তাজ উদ্দিন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সুমনের মা ও উপজেলার লামাকাজী ইউপির মহিলা মেম্বার কাঞ্চনমালাকেও গ্রেপ্তার করে। তাজ উদ্দিনকে চাকু দিয়ে পর পর কয়েকটি আঘাত করে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে সুমন। শুক্রবার বিকালে পুলিশ সুমনকে সাথে নিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধারের জন্য অভিযানে গেলেও তা উদ্ধার করা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার পূর্বমুহুর্তে এবং এর আগেও একাধিকবার ব্যবসায়ী তাজ উদ্দিন সুমনকে বলাৎকার করার চেষ্টা করেন। এই ক্ষোভ থেকেই সিলেট শহর থেকে ৬শ টাকা দিয়ে তাজকে হত্যার উদ্দেশ্যে চাকু ক্রয় করে সুমন। সেই চাকু দিয়েই তাজকে হত্যা করে সে। হত্যার ঘটনায় মা ও ছেলেকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, ‘পুলিশের কাছে ব্যবসায়ী তাজ উদ্দিনকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে ঘাতক সুমন আহমদ। এঘটনার সাথে তার ম জড়িত থাকায় তাকেও গ্রেফতার করা হয়েছে।’ প্রসঙ্গত, সিলেট সদর উপজেলার ফহেতপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে তাজ উদ্দিন (৩০) বিশ্বনাথ থানাধীন এলাকার মাহতাবপুর মৎস্য আড়তের একজন ক্ষুদ্র পানদোকানদার ছিল। প্রতিদিনের মতো গত ১৩ মার্চ দুপুরে মৎস্য আড়ৎ বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান যান। পরদিন ১৪ মার্চ সকাল ১১টায় বিশ্বনাথের কেশবপুর গ্রামের সুরমা নদীর পশ্চিম পাড়ে আতাপুর ডর নামক স্থানে নীচু জায়গায় পানির পাশে শুকনাতে ক্ষতবিক্ষত ও পেট কাটা অবস্থায় তাজ উদ্দিনের লাশ পাওয়া যায়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। গত ১৬ মার্চ অজ্ঞাতনামা আসামি রেখে বিশ্বনাথ থানায় তাজ উদ্দিন হত্যা মামলা দায়ের করা হয়।