বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পল্লীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা হবিগঞ্জ ও বানিয়াচং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার চমকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় ও আহতদের কাছ থেকে জানা যায়, চমকপুর গ্রামে অনুষ্ঠিত ফুটবল লীগে উপজেলার মকাগ্রাম ও দৌলতপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা চলছিল। রবিবার বিকেলে খেলা চলাকালে দুই গ্রামের সমর্থকরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। পরে স্থানীয় লোকজন ও আয়োজক কমিটি সংঘর্ষ থামাতে সক্ষম হন। গুরুতর আহত অবস্থায় ফারুক মিয়া (৫০), লুকলুক (২৮), শানু (৫০), হাফিজুর (২৫) এবং ময়না মিয়াকে (৭০) সিলেট ওসমানি মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান- বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।