সিলেটে ৫৪ কর্মকর্তার নির্বাচনী সম্মানী লোপাট!

নন্দিত ডেস্ক : সিলেটে এক সহকারী রিটার্নিং অফিসারের বিরুদ্ধে ৫৪ ভোট গ্রহণকারী কর্মকর্তার সম্মানী না পাওয়ার অভিযোগ করেছেন। সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এম কাজী এমদাদুল ইসলামের কাছে এ অভিযোগ করা হয়েছে। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন রিজার্ভে থাকা ৫৪ সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য সহকারী রিটার্নিং অফিসার ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিন্টু চৌধুরী ২৪ ডিসেম্বর দক্ষিণ সুরমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার পদে সংরক্ষিত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। এর প্রেক্ষিতে নির্বাচনের দিন খুব ভোরে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা অতিরিক্ত ভাড়া দিয়ে দূর-দূরান্ত থেকে দক্ষিণ সুরমার ইউএনও কার্যালয়ে যান। এরপর দিনভর বসিয়ে রেখে বিকালে সম্মানী না দিয়ে তাদের বিদায় করে দেয়া হয়। বিদায়কালীন সময়ে ইউএনও সাদা কাগজে প্রত্যেকের স্বাক্ষর রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও দক্ষিণ সুরমার ইউএনও মিন্টু চৌধুরী জানান, নির্বাচনের দিন রিজার্ভ কর্মকর্তা হিসেবে তাদের নিয়োগ দেয়া হয়েছিল। তারা সকালে এলেও ঘণ্টা দুয়েক পর চলে যান। তবে তাদের জন্য বরাদ্দ না থাকায় কোনো সম্মানী দেয়া সম্ভব হয়নি। তথ্য সূত্র : যুগান্তর