শপথ নিতে আগ্রহী সুলতান মনসুর ও মোকাব্বির খান!

মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়ার সাধারণ মানুষের মতামত ‘অগ্রাহ্য’ করবেন না সুলতান মনসুর। কুলাউড়াবাসীর স্বার্থে সংসদে অংশ নিবেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর। এমনটাই মনে করেন কুলাউড়া উপজেলার সাধারণ ভোটাররা। আর সুলতান মনসুরও এমন আভাস দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকে। শপথের ব্যাপারে সাবেক সংসদ সদস্য ও আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর বলেন-‘ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। ওয়েট... ওয়েট... ওয়েট...। দেখতে পাবেন। তবে গণফোরাম সূত্রে জানা গেছে, সংসদ সদস্য হিসেবে শপথ নিতে আগ্রহী সুলতান মনসুর ও মোকাব্বির খান। তাদের মতে সংসদের বাইরে শুধু নয় সংসদের ভেতরে থেকেও সরকারের সমালোচনা করা প্রয়োজন। এদিকে কুলাউড়া সাধারণ ভোটার মনে করেন- নির্বাচনে জিততে অনেক চড়াই-উৎরাই পার হতে হয়েছে সুলতান মনসুরকে। সাথে নেতাকর্মীরা পরিশ্রমের সাথে হেনস্তায় শিকার হয়েছেন দ্বিগুণ। এই অবস্থায় নির্বাচিত হয়েও শপথ না নিলে নেতাকর্মী ও সমর্থকরা হতাশ হয়ে পড়তে পারেন। এতে ভবিষ্যতে মাঠ ধরে রাখা কঠিন হয়ে যাবে। এক সময় আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি সস্পৃক্ত সুলতান মোহাম্মদ মনসুর গণফোরামে যুক্ত হলেও মৌলভীবাজার-২ আসনের নির্বাচনে নিজেকে 'বঙ্গবন্ধুর সৈনিক' হিসেবে উল্লেখ করেন। ধানের শীষের প্রার্থী হলেও আনুষ্ঠানিক প্রচারের শেষদিন মৌলভীবাজারে সংবাদ সম্মেলনেও জাতির পিতার প্রতি নিজের আনুগত্যের কথা জানান। গণফোরামের নেতা হিসেবে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। এ আসনে ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম এমপি হওয়ার ২২ বছর পর ৩০ ডিসেম্বরের ভোটযুদ্ধে আবারও জয়ী হলেন সাবেক ডাকসু ভিপি সুলতান মনসুর। জানা গেছে নীতিগতভাবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে এতে দ্বিমত ঐক্যফ্রন্ট তথা ড. কামাল হোসেনের গণফোরামের। ঐক্যফ্রন্টের শরীক গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্য শপথ নিতে চান। তারা সংসদের ভেতরে থেকেও সরকারের সমালোচনা করতে চান। এই যুক্তিতে শপথ নিতে চান তারা। শপথের ব্যাপারে সাবেক তিনবারের সাংসদ ও জাতীয় পার্টি (কাজী জাফর) দলের প্রেসিডিয়াম সদস্য এড. নওয়াব আলী আব্বাস খান বলেন-‘দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে জাতীয় ঐক্যফ্রন্ট সমউপযোগী সিদ্ধান্ত নিবে। ৩ জানুয়ারি শপথ অনুষ্ঠানে অংশ নিতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই। আরও সময়ে আছে। ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ শিগগিরই সিদ্ধান্ত জানাবেন। মৌলভীবাজার-২ আসনের একাধিক ভোটার জানান- এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সুলতান মনসুর এমপি হিসেবে শপথ নেওয়া উচিত। স্থানীয় সাংবাদিকরা বলেন-অনেক প্রতিকূলতার মধ্যে মামলা-মোকদ্দমা নিয়ে মানুষ ভোট দিয়ে সুলতান মনসুরকে নির্বাচিত করেছেন। তাদের আমানত রক্ষার দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধির। এমপি হিসেবে শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের দায়িত্ব তার ওপর।