শাহ আরেফিন টিলায় শ্রমিক নিহত, নিখোঁজ ৩ 

নিজস্ব প্রতিবেদক : যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা। কয়েকদিন পরপর পাথর শ্রমিকদের মৃত্যুতে কান্নায় ভারি হয়ে ওঠে ওই এলাকা। এমন মৃত্যুকূপে এবার এক পাথর শ্রমিক নিহত হয়েছে। এতে আরো তিনজন নিখোঁজ রয়েছেন বলে এলাকাবাসী দাবি করলেও পুলিশ বলছে মাটিচাপা রয়েছে আরো অনেকে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার লামনীগাও গ্রামের দুদু মিয়ার ছেলে কাবির হোসেন (৩৫)। এলাকাবাসী জানান- সন্ধ্যা সোয়া ৭টার দিকে অন্ধকারের মধ্যে শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করতে গিয়ে গর্তে পড়ে যায় চার শ্রমিক। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গর্তে পড়া বাকি তিনজনকে এখনো নিখোঁজ রয়েছেন। এদিকে কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পাথর উত্তোলন করতে গিয়ে গর্তে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। তবে ধারণা করা আরো অনেকেই মাটিচাপা পড়ে আছে। অন্ধকারের মধ্যে একেবারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধারকাজ শেষে ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।