সিলেটের মেজরটিলায় আহত অনিককে ঢাকায় নেয়া হচ্ছে

নন্দিত সিলেট :নগরের মেজরটিলায় সড়ক দূর্ঘটনায় আহত অনিক অন্তুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে। রাত ৩ টার দিকে (১১ জানুয়ারী) তাকে নিয়ে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা দেয়া হবে বলে জানান সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। উল্লেখ্য সিলেট নগরের মেঝরটিলায় সড়ক দুর্ঘটনায় সারওয়ার খান নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়।বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ৮টায় মেজরটিলা ওয়ান ব্যাংকের সামনে হানিফ পরিবহণ বাসের সাথে মোটর সাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন তিনি। জানা যায়, সারওয়ার খান যে মোটরসাইকেলটি চালিয়ে যাচ্ছিলেন সে বাইকের সাথে সিএনজির ধাক্কা লাগে। সিএনজির ধাক্কা খেয়ে মোটর সাইকেলটি হানিফ পরিবহণ বাসের নিচে পড়ে যায়। তখন সারওয়ার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান এবং তার সাথে থাকা ছাত্রলীগ নেতা অনিক গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।জনতা বাসটিকে ধরে ফেললেও সিএনজি চালক বা সিএনজি ধরতে পারেনি। এ তথ্য নিশ্চিত করেছেন নিহত সারওয়ার খানের রাজনৈতিক সহকর্মী ছাত্রলীগ নেতা সৈয়দ সায়মন । এদিকে দুর্ঘটনার পর থেকে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে।পুলিশ এসে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে স্থানীয় নেতৃবৃন্দ অবরোধ প্রত্যাহার করেন।