সিলেটে ডেভিড ওয়ার্নার-লামিচানরা

স্পোর্টস ডেস্ক: ঢাকায় অনুষ্ঠিত বিপিএল এর প্রথম পর্ব খুব একটা ভালো যায়নি সিলেট সিক্সার্সের। শনিবার রাতে প্রথম পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে পরাজয়ে হতাশার মাত্রা আরো ভারি হয়। তবে আগের ম্যাচগুলোতে যাই হোক, এবার তাদের হাতছানি দিচ্ছে সিলেট। বিগত বিপিএল এর সাফল্যগাঁথা শুরুর অনুপ্রেরণা নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব খেলতে সবার আগেই সিলেটে এসে পৌঁছেছে ডেভিড ওয়ার্নার নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স। রোববার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা থেকে একটি বেসরকারি ফ্লাইটে সিলেট এম জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে দলটি। ওখান থেকে কড়া নিরাপত্তায় সরাসরি শহরের মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনে যান ডেভিড ওয়ার্নার, লামিচান, সাব্বির রহমানরা। আগামী ১৫ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কুমিল্লার বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেট পর্ব শুরু করে করবে স্বাগতিক সিলেট সিক্সার্স। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ১ জয় ও ২ হারে পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান করছে দলটি। সিলেট সিক্সার্স ঢাকার প্রথম পর্বে তিনটি ম্যাচ খেলেছে। এর মধ্যে হেরেছে দু’টি ম্যাচ। জিতেছে মাত্র একটি ম্যাচ। এবার সিলেটে স্বাগতিকরা চাইবে ঘুরে দাঁড়াতে। এমন ঘুরে দাঁড়ানোর পথে সিলেট সিক্সার্সের সাথে আছে বিগত বিপিএল এর সাফল্যগাঁথা শুরুর অনুপ্রেরণা।