জমে উঠেছে বিয়ানীবাজারে ঈদ বাজার

মিসবাহ উদ্দিন বিয়ানীবাজার প্রতিনিধি : আর মাত্র কয়েকদিন পর বিশ্ব মুসলমানদের প্রানের উৎসব ঈদুল ফিতর ।এরইমধ্যে বিয়ানীবাজারে শুরু হয়েছে ঈদের বেচা-কেনা। ঈদের ভিড় এড়াতে অনেকেই আগেভাগে এসেছেন ঈদের কেনাকাটা করতে। এদিকে ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যবসায়ীরাও নতুন পোশাক উঠিয়েছেন দোকানে।থান কাপড় দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড়,পছন্দের কাপড় কিনতে ব্যাস্ত অনেকে , ঈদ বাজার গুরে দেখা যায় পছন্দের কাপড় কিনতে তরুন তরুনিরা এখন থান কাপড় দোকান গুলুতে ভীড় জমাচ্ছেন , এই ঈদে পাকিজা, লিলেন, বর্ষা, চায়না প্রিন্ট, মন পুরা মায়া মাখা, জর্জেট বেক্সি, নেট কাপড় তরুনিদের প্রিয় দাম কম থাকায় এইসব কাপড় গজ প্রতি ৭০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে, ঈদ বাজার নিয়ে  কথা হয় হাজী আব্দুস সাত্তার শপিং কমপ্লেক্স এর  কাপড় ব্যবসায়ী হাসান আহমদএর সাথে তিনি বলেন ১৫ রমজান থেকে ব্যবসা গত রমজান এর চেয়ে একটু কম ছিল আমরা অনেক চিন্তায় ছিলাম আল্লাহর রহমতে ১৭ রমজান থেকে আমরা ব্যবস্যা ভালো চলছে দাম হাতের নাগালে থাকায় ক্রেতারা তাদের পছন্দের থান কাপড় কিনছে আমরা এতে সন্তুষ্ট আছি আগামি দিনে ব্যবসা আরো ভালো হবে এই প্রত্যাশায় আছি ।