জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর পৌণে ৪টার দিকে দক্ষিণ সুরমা থানার কদমতলী বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তারা জুয়া খেলায় ব্যস্ত ছিলেন।
গ্ফতারকৃতরা হলেন বিশ্বনাথের বাইশঘর চাংগড়া গ্রামের মো. কাজুল মিয়ার ছেলে সেজুল মিয়া (২৮), চাঁদপুরের মতলব উপজেলার মোকাজ্জেল মিয়ার ছেলে মো. জিবন, গোলাপগঞ্জের হেতিমগঞ্জের আব্দুল মুনাকের ছেলে মো. হামিদ মিয়া, হবিগঞ্জের বানিয়াচং থানার দুর্গাপুরের কুমারী গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে মো. জামাল মিয়া (৫২)
এ ব্যাপারে দক্ষিন সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদলতের নির্দেশে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
মন্তব্য