সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ হত্যা মামলা তুলে নিতে হুমকি

নন্দিত ডেস্ক :  সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতনে গৃহবধূ সুমি বেগম শাম্বু (৩৫) খুনের ঘটনায় হত্যা মামলার আসামীরা মামলা তুলে নিতে বাদী পক্ষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাম্বু বেগমের বড় ভাই শাহিন আহমদ বাবু সোমবার (৪ জুন) দুপুরে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, শাম্বু হত্যা মামলার আসামী দাড়িপাতন পশ্চিমবাড়ীর আজিব আলীর স্ত্রী হাসনা বেগম আদালত থেকে জামিন লাভ করে স্বরসতি গ্রামের মৃত জব্বারের পুত্র রদাই মিয়া সহ অজ্ঞাত আরো তিন চারজন ব্যক্তি বাড়িতে এসে মামলা তুলে নিতে শাহিন আহমদ বাবু ও তার মাকে হুমকি দিয়েছে। এ ব্যাপারে সুমি বেগম শাম্বুর বড় ভাই শাহিন আহমদ বাবু জানান, আজিব আলীর স্ত্রী মামলার ২নং আসামী হাসনা বেগম আদালত থেকে জামিন লাভ করে কয়েকজন সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। তারা হুমকি দিয়ে বলে গেছে যে, যদি আমরা মামলা তুলে না নেই তাহলে আমাদের পরিবারের সবাইকে বাড়িতে বসবাস করতে দিবেনা। এ বিষয়টি নিয়ে আমি থানায় সাধারণ ডায়েরী করেছি (জিডি নং -১৯০/তারিখ-০৪/০৬/১৮ইং)। শাম্বুর মা লুৎফা বেগম জানান, আজিব আলীর স্ত্রী হাসনা আমাদের বাড়িতে কয়েকজন লোক নিয়ে এসেছিল। আমার ভাঙ্গা পায়ে লাথিও মেরেছে। আর বলেছে মামলা তুলে নিতে। এছাড়াও আমাদের ঘরের পাশে হাসনা বেগম নিজের ঘরে গিয়ে দরজা জানালা খুলে রেখেছে। যাতে আমরা ঘরের মালামাল নিয়ে গেছি এই বলে আমাদের ফাঁসাতে পারে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ দেলওয়ার হোসাইন জানান, সুমি বেগম শাম্বু হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের সোর্স আসামীদের অবস্থান জানতে চেষ্টা করছে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল শিবলী জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ যে, গত বুধবার (১১ এপ্রিল) সকালে উপজেলার দাড়িপাতন গ্রামে ভূমি সংক্রান্ত জেরে দুই পক্ষের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে আজীব আলীর পুত্র দুলাল আহমদ সুমি বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় নিহত সুমির বৃদ্ধা মা লুৎফা বেগমের পা ভেঙ্গে দেয় আজিব আলীর ছেলেরা। নিহত গৃহবধূ দাড়িপাতন গ্রামের মৃত সওয়াব আলীর মেয়ে ও রিপন আহমদের স্ত্রী এবং ২ সন্তানের জননী। এ ঘটনায় গত ১২ এপ্রিল রাতে নিহতের স্বামী রিপন আহমদ বাদী হয়ে (মামলা নং ৭/১২-০৪-১৮) গোলাপগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় নিহত সুমির চাচা আজীব আলী (৭০) ও চাচী হাসনা বেগম সহ ৭ জনকে আসামী করা হয়। পুলিশ এজহার ভুক্ত আসামী আজিব আলীর স্ত্রী হাসিনা বেগম ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পরে সুমি বেগম শাম্বু হত্যা মামলাটি সিলেট পিবিআইকে তে স্থানান্তর করা।