ওসমানীনগরে অপহরণ মামলায় গ্রেফতার- ২

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে অপহরণ মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার নরসিংদী ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওসমানীনগরের পশ্চিম তিলাপারা গ্রামের এখলাছুর রহমান গেদনীর পুত্র মামুন মিয়াকে প্রেফকতার করে পুলিশ। তার দেওয়া তথ্যে মতে ঢাকার সাভার থেকে রবিবার দিবাগত রাত ১টার দিকে একই গ্রামের মজিদ মিয়ার পুত্র খয়ের খান খয়ের মিয়াকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের প্রেরণ করা হয়। থানা পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, চলতি বছরের ৪ মার্চ সন্ধ্যায় একই গ্রামের মাহবুবুর রহমানের পুত্র হোসেইন আহমদ ২৫ কে অপহরণ করে । পরে ২লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে একটি প্রাইভেট কারে হোসেনকে রখে তারা পালিয়ে যায়। এ ঘটনায় বাদি হয়ে ৭ মার্চ ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন হোসেনের বড় ভাই তুফায়েল আহমদ। এ মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওসমানীনগর থানার এস আই সুজিত চক্রবর্তী বলেন, অপহরণ মামলার ২ ও ৩ নং আসামী খয়ের ও মামুন কে প্রেফতার করে মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হলে তারা ঘটনার সাথে সম্পিক্ততার কথা স্বীকার করে ১৪৪ ধারায় জবান বন্দি দেয়।