আমরা চাইব সিরিজটি যেন তার ভালো না যায়: ডমিঙ্গো

নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ রস টেলরকে নিয়ে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, আমরা চাইব সিরিজটি যেন তার ভালো না যায়।

সেটিই স্বাভাবিক। কারণ টেলরের ভালো পারফরম্যান্স মানেই বাংলাদেশ দলের ক্ষতি, যা কোনো দিনই চাইবেন না কোচ ডমিঙ্গো।

আগামীকাল ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মুমিনুল বাহিনী।

তার আগেই খবর এলো— বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজই হতে যাচ্ছে রস টেলরের জীবনের শেষ টেস্ট সিরিজ। এর পর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ছয়টি ওয়ানডে খেলা শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।

আর টেলরের জীবনের শেষ টেস্টটি যেন সুখকর না হয়, সেই কামনাই করলেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ডমিঙ্গো বলেন, ‘রস টেলর অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সে উঁচুমানের খেলোয়াড়। নিউজিল্যান্ডের ক্রিকেটের অনেক বড় তারকা। ভবিষ্যতে যাই করুক, তার জন্য শুভকামনা থাকবে। তাকে বল করতে হবে না দেখে বাংলাদেশের অনেক বোলার খুশি হবে।’

ডমিঙ্গো আরও বলেন, ‘গত ১০-১২ বছর ধরেই ধারাবাহিকভাবে সে ভালো খেলছে। আমরা চাইব সিরিজটি যেন ভালো না যায় তার জন্য। সে অবশ্য ভালোভাবে শেষ করতে মুখিয়ে থাকবে। প্রত্যেক ভালো ক্রিকেটারই এটি চায়।’