ট্রিপল সেঞ্চুরি হাঁকানো হুরাইরা খেলতে চান তিন ফরম্যাটেই

পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলতে চান শোয়েব মালিকের ভাতিজা মোহাম্মদ হুরাইরা। ক’দিন আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে রেকর্ডগড়া ট্রিপল সেঞ্চুরি হাঁকান হুরাইরা। জাতীয় দলের ওপেনার আবিদ আলীর হৃৎপি-ের সমস্যা দেখা দেয়ায় তার বিকল্প খুঁজছে পাকিস্তান। আবিদের জায়গাটা নিতে পারেন ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ট্রিপল সেঞ্চুরিয়ান হুরাইরা। আর ইএসপিএন ক্রিকইনফোকে ১৯ বছর বয়সী ডানহাতি এই ওপেনার বলেন, ‘আমার পরবর্তী লক্ষ্য তিন ফরম্যাটেই পাকিস্তানের প্রতিনিধিত্ব করা। দেশের হয়ে ম্যাচজয়ী ইনিংস খেলতে চাই।’ এ বছর পাকিস্তানের প্রথম শ্রেণির টুর্নামেন্ট ‘কায়েদে আজম ট্রফি’তে ৫৮ গড়ে ৯৮৬ রান করেছেন মোহাম্মদ হুরাইরা। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটার তিনি। ৩টি সেঞ্চুরি ও পাঁচটি শতক হাঁকান হুরাইরা। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৩১১ রানের। এই ইনিংস দিয়েই আলোচনায় এসেছেন হুরাইরা। তিনি বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ লক্ষ্য স্থির করেছিলাম, টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হওয়ার লক্ষ্য ছিল না। যখনই সুযোগ পেয়েছি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। গত বছর আমি ঘরোয়া লীগে খেলার সুযোগ পাইনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর আমার ফর্মও ছিল না। এসব ফিরে পেতে আমি কঠোর পরিশ্রম করেছি।’