টি-টোয়েন্টিতে বেশ কিছু নতুন নিয়ম আনছে আইসিসি

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টিতে বেশ কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এতদিন স্লো ওভার রেটের জন্য খেলা শেষে শাস্তি দেওয়া হতো, এখন থেকে নির্ধারিত সময়ের মধ্যে পুরো ওভার শেষ করতে না পারলে নগদ শাস্তি পাবে দলগুলো।

যদি কোনো দল নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ ওভার শুরু করতে না পারে তাহলে তাকে ইনিংসের বাকি সময় ত্রিশ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত দ্য হান্ড্রেডে এ নিয়মের সফল ব্যবহার দেখে আন্তর্জাতিক ক্রিকেটেও এই নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও পানিপানের বিরতি দেওয়া হবে।

এখন থেকে দ্বিপাক্ষিক সিরিজেও ইনিংসের মাঝে আড়াই মিনিটের বিরতি নেওয়ার সুযোগ থাকছে। ম্যাচ শুরুর আগে এ বিষয়ে দুই দল একমত হতে হবে।