দীঘির টার্গেট

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে তার শারীরিক গড়নের জন্য কম কথা শুনতে হয়নি। প্রায়ই এ কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। সেসব কটাক্ষকারীদের দাঁতভাঙা জবাব দেয়ার জন্য কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন। মানবজমিনকে দীঘি জানালেন, তিনি আর শরীরচর্চা নিয়ে হেলাফেলা করতে চান না। তাই সদ্য বদল করেছেন জিম সেন্টার। এমনকি মেনে চলছেন কড়া ডায়েট। এই নায়িকার ভাষ্যে- মানুষের অনেক কথাই তো শুনেছি। কমছি না কেন? শুকাচ্ছি না কেন? এবার শরীরচর্চায় ফোকাস করছি। আর শরীরচর্চা করলে মন ভালো থাকে, আত্মবিশ্বাসও বাড়ে। তাড়াতাড়ি ওজন কমানোর জন্য জিম সেন্টারও চেঞ্জ করলাম। দীঘির নতুন জিম সেন্টারটি ধানমণ্ডিতে অবস্থিত। এর আগে নায়িকা বিদ্যা সিনহা মিমও এ সেন্টারে জিম করে সুফল পান। এ নায়িকা গত পাঁচদিন ধরে সেখানে নিয়মিত যাচ্ছেন এবং প্রতিদিন দুই থেকে আড়াই ঘণ্টা সময় দিচ্ছেন। তিনি বলেন, এখানকার কর্ণধার থেকে শুরু করে সবাই খুব ভালো। কর্ণধারই সব ঠিক করে দিয়েছেন। একজন ট্রেনারের আন্ডারে আছি। তার পরামর্শে খাবার তালিকায় অনেক পরিবর্তন আনতে হয়েছে। তিনি আমাকে একটা ডায়েট চার্ট দিয়েছেন। ঐ চার্টটা ফলো করতে হচ্ছে। খুবই সীমিত খাবার। চেষ্টা করছি। কত কেজি ওজন কমানোর লক্ষ্য সেটা জানতে চাইলে দীঘি বললেন, এটা এখন বলবো না। আমি একটা মাইন্ড সেটআপ করেছি। নির্দিষ্ট সময়ে আমার টার্গেটে পৌঁছাতে হবে। সবাই দোয়া করবেন যাতে ঐ টাইমের মধ্যে আমি আমার গোলটা অর্জন করতে পারি। হঠাৎ করে শরীরচর্চা নিয়ে নায়িকার এত মনোযোগের কথা শুনে রহস্যের গন্ধ পাওয়া যায়। তাই প্রশ্ন রাখা হয়, পেছনে কোনো রহস্য আছে কিনা? উত্তরে দীঘি হেসে বলেন, রহস্য তো আছেই। শিগগিরই চমক দেবো, সব রহস্য উন্মোচন করবো। একটু অপেক্ষা করতে হবে। নায়িকা হিসেবে দীঘির ইতিমধ্যে দু’টি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো হলো ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই।’