চিত্রনায়িকা মাহিয়া মাহি নতুন করে কাজে মনোনিবেশ করছেন বলে জানা গেছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও ভাবছেন তিনি। নতুন কাজ নিয়ে মাহি বলেন, চলতি বছর থেকে আমি যত সিনেমা করব সব ভালো প্রজেক্ট। আমি আর নরমাল কাজ করব না। জীবনের প্রতিটি অধ্যায়ে মানুষের একেক রকম অভিজ্ঞতা হয়। ধাক্কা না খেলে আসলে প্রকৃত শিল্পী হওয়া যায় না। এখন থেকে বুঝেশুনে সামনে পা ফেলতে চান জানিয়ে মাহি বলেন, এখন আমি কাজ নিয়ে যেভাবে সিরিয়াস, ক্যারিয়ার নিয়ে যেভাবে চিন্তা করছি ১২ বছরে ক্যারিয়ার নিয়ে এত চিন্তা করিনি। আমার কাছে মনে হয়েছে এখন আবার জিরো থেকে সব কিছু শুরু করি। নতুন করে শুরু করে ‘অগ্নি’ ও ‘পোড়ামন’ সিনেমার সময় যে রকম জনপ্রিয়তা ছিল, সে রকম আরও একবার কিভাবে অর্জন করা যায় কিংবা সেটা কিভাবে ছাড়িয়ে যাব তা নিয়ে রাত-দিন যেভাবে চিন্তা করছি, আমার কাছে মনে হয়, আমার জীবনে যা হয়েছে তা আরও আগেই হওয়া উচিত ছিল। তাহলে হয়ত নতুন করে জীবনটাআমি কখনোই ক্যারিয়ার নিয়ে সচেতন ছিলাম না। কখনোই আমি বেশি প্রফেশনাল ছিলাম না। এখন যেভাবে চিন্তা করছি, সেটা যদি আগে থেকে চিন্তা করতাম তাহলে আমার অবস্থা আরও অনেক ভালো থাকত। আরও আগে শুরু করতে পারতাম।
মন্তব্য