চবিতে ছাত্রী হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

চবিতে ছাত্রী হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বুধবার (২০ জুলাই) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে দেখা যায়। এ সময় দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত ১৭ জুলাই রাতে হলের পাশে এক ছাত্রীকে হেনস্তার ঘটনা ঘটেছে। এ ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।