ইরানের জনপ্রিয় চলচ্চিত্রকার জাফর পানাহি কারামুক্ত

কারাদণ্ড নিয়ে অনশনে বসার দুদিন পর জামিনে জেল থেকে ছাড়া পেলেন ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। 

শুক্রবার তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগার থেকে বেরিয়ে আসেন। তাকে ওই কারাগার এলাকা ছাড়তে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

৬২ বছর বয়স পানাহিকে গত বছরের জুলাইতে গ্রেফতার করা হয়েছিল। ইরান কর্তৃপক্ষের সমালোচনা করা দুই চলচ্চিত্র নির্মাতার আটকাদেশের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।

ওই মাসের শুরুতে ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তফা আল-ই আহমেদ ও মোহাম্মদ রাসুলফকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। রাসুলফের মামলার বিষয়ে প্রসিকিউটরের অফিসে খোঁজ নিতে গেলে পানাহিকে গ্রেফতার করা হয় সেসময় বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছিল।

রাসুলফ ও মোস্তফা মে-তে আবাদন শহরে একটি ১০তলা ভবন ধসে পড়ে ৪০ জন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন। 

আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পানাহি অসংখ্য পুরস্কার জিতেছেন। ২০১৫ সালে ট্যাক্সির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার ‘সোনালী ভল্লুক’ জিতেছিলেন তিনি।

২০১৮ সালে তার ‘থ্রি ফেইসেস’কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জেতে।

তার জেল থেকে ছাড়া পাওয়ায় ‘বিরাট স্বস্তি’ প্রকাশ করেছেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো।