বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন হবেন কোহলি: ডি ভিলিয়ার্স

দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। বিধ্বংসী ফর্মে থাকা এই ব্যাটারকে নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি মনে করেন, ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের সেরা তিনে থাকবেন কোহলি। চলতি বছর ১৬ ওয়ানডে ম্যাচে ৫৫.৬৩ গড় ও ১১২.৯১ স্ট্রাইক রেটে ৬১২ রান করেছেন বিরাট কোহলি তার মধ্যে দুটি সেঞ্চুরি রয়েছে ভারতীয় এই ব্যাটারের। গত ২০শে জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। সবশেষ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১২২* রান করে অপরাজিত থাকেন তিনি।বিশ্বকাপেও কিং কোহলির ব্যাট হাসবে বলে বিশ্বাস করেন তার আইপিএল সতীর্থ ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে প্রোটিয়া গ্রেট বলেন, ‘বিরাট কোহলি দারুণ একটি বিশ্বকাপ কাটাতে যাচ্ছে। সে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রাহকদের একজন হতে যাচ্ছে। সর্বোচ্চ তিন সংগ্রাহকের মধ্যে সে অবশ্যই থাকবে।’বিরাট কোহলিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করার পর শ্রেয়াস আইয়ার এবং শুভমন গিলকে নিয়েও কথা বলেন এবি ডি ভিলিয়ার্স। মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রির মতে, আইয়ার এবং গিল উভয়ই একই ধাঁচের ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি শ্রেয়াস আইয়ারের ব্যাটিং দেখতে খুব পছন্দ করি। মাঝের ওভারগুলোয় সে যেভাবে ব্যাট করে, তা দর্শনীয়। খুবই নিয়ন্ত্রিত এবং শান্ত মেজাজে ব্যাট চালান সে, যা আমাকে শুভমন গিলের কথা মনে করিয়ে দেয়।’এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘শুভমন গিলের খেলার কৌশল বেশ সোজাসাপ্টা। সে ভিন্ন ভিন্ন অনেক কিছু করার চেষ্টা করে না। সে বোলারদের ওপর দারুণ চাপ তৈরি করতে পারে।’আগামী ৫ই অক্টোবর শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে কোহলিদের ভারত। আর একদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকা।