ইয়ামাল-তরেসের রেকর্ডগড়া ম্যাচে বার্সেলোনার জয়

বয়স মাত্র ১৬ বছর, এরইমধ্যে বার্সেলোনার নিয়মিত একাদশের সদস্য বনে গেছেন লামিনে ইয়ামাল। জুলাইয়ে ব্লাউগ্রানাদের সিনিয়র দলে সুযোগ পাওয়া এই তরুণ স্প্যানিয়ার্ড কিউলদের হয়ে ১০টি ম্যাচ খেলে ফেলেছেন। বুধবার চ্যাম্পিয়নস লীগের ম্যাচে এফসি পোর্তোর বিপক্ষে বার্সার জার্সিতে নিজের দশম ম্যাচটি খেলেন ইয়ামাল। আর এতেই তিনি বনে যান ইউসিএলের স্টার্স্টিং ইলেভেনে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ ফুটবলার। ইয়ামালের রেকর্ডগড়া ম্যাচে পোর্তোকে ১-০ গোলে হারায় বার্সেলোনা। রেকর্ড গড়েন জয়সূচক গোলদাতা ফেরান তরেসও।

   চ্যাম্পিয়নস লীগের নতুন মৌসুমে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল অ্যান্টওয়ার্প এফসির মুখোমুখি হয় বার্সেলোনা। সেই ম্যাচে ইউসিএল অভিষেক হয় লামিনে ইয়ামালের। তবে ম্যাচটিতে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। বুধবার পোর্তোর বিপক্ষে শুরুর একাদশের খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লীগে অভিষেক হয় ইয়ামালের। মাত্র ১৬ বছর ৮৩ দিন বয়সে এই কীর্তি গড়লেন তিনি। 

এই ম্যাচে রেকর্ড হয়েছে বার্সেলোনারও।