‘সাকিবের অভাব পূরণ করা কঠিন’ বললেন হাথুরু

পুনেতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবছে না। শুক্রবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে একথা বলে গেলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংএবারের বিশ্বকাপে আফগানিস্তানকে হারানোর পর টানা ছয় ম্যাচ হেরে লিগপর্ব থেকে প্রথম দল হিসাবে বিদায় নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপে শীর্ষ আটে থাকতে হবে। অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। এই স্থানে টিকে থাকতে তাদের নিশ্চিত করতে হবে যে, তারা যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে না হারে।

হাথুরু বলেন, ‘নিউজিল্যান্ডের কাছে শ্রীলংকার হার আমাদের ওপর খানিকটা প্রভাব ফেলেছে। এই মুহূর্তে আমি নেতিবাচক কিছু ভাবতে চাই না। আমাদের অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে হবে। এটাই এখন আমার মাথায় কাজ করছে। অস্ট্রেলিয়াকে হারাতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে। একমাত্র এই ম্যাচের ওপরই আমরা ফোকাস করছি।’

আঙুলের হাড়ে চিড় ধরায় এই ম্যাচে নেই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ প্রসঙ্গে কোচ বলেন, ‘সাকিবের মতো খেলোয়াড়ের অনুপস্থিতির মানে, দুজনের অনুপস্থিতি। এমন পরিস্থিতিতে সমন্বয় ঠিক রাখা মুশকিল। তাই ওর শূন্যতা পূরণে আমাদের অপর স্পিনার কিংবা ফাস্ট বোলারকে নিতে হবে। মিস করব ওর ব্যাটিং এবং নেতৃত্ব। এই অভাব পূরণ করা কঠিন।’

বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান হাথুরু। ‘সব মিলিয়ে ওদের ক্রিকেট-ভ্রমণ দারুণ হয়েছে। একজন ক্রিকেটারের চারটি বিশ্বকাপ খেলা দুর্লভ। তা-ও আবার বাংলাদেশ ক্রিকেটে। জানি না এটা ওদের শেষ বিশ্বকাপ কি না। সত্যি বলতে কি, ওরা এখনো ফিট। এখনো পারফর্ম করে যাচ্ছে। অবসরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একান্তই ওদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না,’ একটানা বলে গেলেন হাথুরু।

অস্ট্রেলিয়া ম্যাচের পর বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সরে দাঁড়াবেন। এ প্রসঙ্গে হাথুরু বলেন, ‘ম্যাচ শেষে আমরা এ বিষয়ে তার সঙ্গে কথা বলব। ডোনাল্ড দারুণ কাজ করেছেন। আমাদের ফাস্ট বোলিং ইউনিটের সফলতায় তার অবদান রয়েছে। নিজের অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব দিয়ে তিনি ঋদ্ধ করেছেন দলকে।’