মোরসালিনে লেবাননকে রুখে দিলো বাংলাদেশ

আবারো মোরসালিন ঝলক। এবার মোরসালিন ঝলক দেখালেন লেবাননের বিপক্ষে। তার গোলেই কাল বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে এক পয়েন্ট নিয়ে ফিরেছে বাংলাদেশ। ম্যাচের ৬৮ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে গোলহজম করে স্বাগতিকরা। পাঁচ মিনিটের মধ্যে দারুণ এক গোলে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোরসালিন। জাতীয় দলে নবম ম্যাচে মোরসালিনের এটি চতুর্থ গোল। তার এই গোলে বিশ্বকাপ বাছাই পর্বে ‘আই’ গ্রুপে দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। আগামী বছর ২১শে মার্চ এই কিংস অ্যারেনায় প্যালেস্টাইনের সঙ্গে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সাসপেনশনের কারণে কাল দলে ছিলেন না রাকিব হোসেন ও সাদউদ্দিন। রাকিবের জায়গায় একাদশে সুযোগ মেলে মদকাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠা শেখ মডিফেন্ডার সাদ উদ্দিনের জায়গায় খেলেন ইসা ফয়সাল। লেবানন ম্যাচে একাদশে আরো দুটি পরিবর্তন কওে একাদশ সাজান হাভিয়ের কারবেরা। হাসান মুরাদের জায়গায় শাকিল আহমেদ ও মজিবুর রহমান জনির বদলে সোহেল রানাকে মাঠে নামান এই স্প্যানিশ কোচ। তবে আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধস্ত হওয়া জামাল-সোহেলরা শুরুতে নিজেদের খেলা খেলতে পারছিলেন না। সুযোগটা কাজে লাগিয়ে কিংস অ্যারেনায় স্বাগতিকদের চাপ ফেলার চেষ্টা করে লেবানন। ম্যাচের প্রথম ১০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে লেবানিজদের দূরপাল্লার কয়েক শট বাংলাদেশের রক্ষণ কাঁপায়। পাল্টা জবাব আসে স্বাগতিকদের কাছ থেকেও। বল নিজেদের পায়ে রেখে জামালদের লেবাননকে চাপে রাখার চেষ্টা করেন মোরসালিন ফাহিমরা। বাংলাদেশ গোলমুখে প্রথম আক্রমণ ২৪ মিনিটে। অধিনায়ক জামালের কর্নার থেকে বিশ্বনাথ ঘোষের হেড গ্লাভসে নেন গোলরক্ষক মোস্তফা মাতার। পরের মিনিটে আরেকটি গোছানো আক্রমণ স্বাগতিকদের। এবার বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন মোরসালিন, শট নেওয়ার সুযোগ না পেয়ে সোহেল রানার (জুনিয়র) উদ্দেশে বল বাড়ালেও লেবাননের ডিফেন্ডার মোহাম্মদ এল হায়েক এসে ক্লিয়ার করে দেন। ৩৩ মিনিটে আবারও বাংলাদেশের আক্রমণ।