ক্ষোভ ঝাড়লেন অঞ্জু ঘোষ

সমপ্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্র অভিনেত্রী দুলারী একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জু ঘোষের বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন। যা কলকাতায় বসবাসরত অঞ্জু ঘোষের দৃষ্টিগোচর হয়েছে। ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এ অভিনেত্রী বিষয়টি নিয়ে মুঠোফোনে এ প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মানবজমিনকে বলেন, আমি শুধু অবাকই হইনি মর্মাহতও হয়েছি। দুলারীর মতো একজন সিনিয়র অভিনেত্রী কি সুন্দর ভাবে আমার সম্পর্কে মিথ্যাচার করেছেন। উনি বেশ কিছু সিনেমায় আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। উনি বলেছেন ‘আমি মদ পান করি। ঢাকায় থাকতে মিথ্যা ভালোবাসার অভিনয় করে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে কলকাতায় পালিয়েছি। উনি শুধু আমার ব্যাপারে নয়, অন্য সিনিয়র নারী শিল্পীদের ব্যাপারেও এ ধরনের মন্তব্য করেছেন।’ অঞ্জু বলেন, আমি জানি বর্তমানে বাংলাদেশের সিনেমার ক্রান্তিকাল চলছে। আগের অনেক শিল্তাই বলে সামান্য কিছু অর্থের জন্য ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইউটিউব চ্যানেলগুলোতে সাক্ষাৎকার দিতে গিয়ে দুলারী আপার মিথ্যাচার করতে হবে! উনি মিথ্যাচার করে নিজের কুরুচির পরিচয় দিয়েছেন। দুলারি আপার কথার রেশ ধরেই যদি বলি, উনি কি কোনোদিন আমার সঙ্গে বসে মদ খেয়েছেন? কিংবা মিথ্যার প্রলোভন দেখিয়ে যাদের কাছ থেকে আমি অর্থ হাতিয়ে নিয়েছি কোনো সাক্ষী-প্রমাণ দেখাতে পারবেন? অভাব অনটন থাকতেই পারে, তাই বলে সামান্য কিছু টাকার জন্য যেখানে সেখানে আবোল তাবোল বলা একজন শিল্পীর শোভা পায় না। আমি অঞ্জু ঢাকাতেও রানীর মতো ছিলাম, বর্তমানে কলকাতায়ও আপনাদের আশীর্বাদে রানীর হালেই আছি। আমি বাংলাদেশ চলচ্চিত্রের বর্তমান শিল্পী সমিতির কমিটির প্রতি অনুরোধ করবো, সামান্য অর্থের জন্য যে সকল শিল্পী সাক্ষাৎকার দিতে গিয়ে সহশিল্পীদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন প্লিজ তাদের মুখের লাগাম টেনে ধরুন। অঞ্জু প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের সাফল্যের ইতিহাস লিখতে গেলে অঞ্জু ঘোষ কে বাদ দেয়া কি সম্ভব দুলারী আপা? পরিশেষে বাংলাদেশের সিনেমা সোনালী অতীতের মতো ঘুরে দাঁড়াবে- এ বিশ্বাস আমি রাখি।