সিলেটে পেঁয়াজের দাম বেঁধে দিলো প্রশাসন

ভারতের রপ্তানি বন্ধের খবরের পরই সারা দেশের ন্যায় সিলেটেও লাফিয়ে বাড়ে পেঁয়াজের দাম। শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে সিলেটে কয়েক ঘণ্টার ব্যবধানে কেজিতে ৫০ এবং একদিনের মধ্যে ১০০ টাকা বাড়িয়ে পেঁয়াজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে এবার জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে।সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) আবু সালেহ মো. হুমায়ূন কবির জানান, সিলেটে পাইকারি বাজারে দেশী (মুরি কাটা) পেঁয়াজ ১২০, এলসি পেঁয়াজ ১৪০ টাকা করে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।